"আমিই বাংলাদেশ"
আমার পরিচয় সবুজের বুকে লাল বৃত্তে,
আমার পরিচয় বায়ান্ন হাজার বর্গমাইলের চিত্রে।
আমার পরিচয় একাত্তর, ঊনসত্তর, ছয়ষট্টি, বায়ান্ন-য়
আমার পরিচয় মাছে ভাতে বাঙালির অন্ন-য়।
আমার পরিচয় ত্রিশ লক্ষ শহীদের রুহে,
আমার পরিচয় পদ্মা, মেঘনা, যমুনায় বহে।
আমার পরিচয় মুসলিম, বৌদ্ধ, হিন্দু সনাতনে,
আমার পরিচয় মায়ের কোলে শিশু থাকা স্বযত্নে।
আমার পরিচয় বঙ্গবন্ধুর আহ্বানে,
আমার পরিচয় সন্তান হারা মায়ের হৃদস্পন্দনে।
আমার পরিচয় বঙ্গোপসাগরে সাগরের ঢেউয়ে,
আমার পরিচয় বিশ্ববাসীর সমাদরে।
আমার পরিচয় একুশ, ছাব্বিশ, ষোলতে,
আমার পরিচয় স্বাধীন চেতনার গণতন্ত্রে।
আমার পরিচয় জেনে নাও, জানা থাকুক বেশ,
কন্দল, সমর, সংগ্রামের আমিই বাংলাদেশ।
লেখা: আবদুর রহমান